১০৫ বার পড়া হয়েছে
ভুল হয়ে যায়
শাহীন রেজা
(কবি ফররুখ আহমদ; অনন্ত শ্রদ্ধা)
ভুল হয়ে যায় ভুল হয়ে যায় ভুল হয়ে যায় সব
বর্ষা নেমেছে তবু নাই কেনো ডাহুকের কলরব
ফররুখ নাই ভোঁতা বুঝি তাই হাতিমের তলোয়ার
সিন্দাবাদের জাহাজের পালে ঈশাণের বায়ুভার
ভুল হয়ে যায় ভুল হয়ে যায় ভুল হয়ে যায় শুধু
এতো খুঁজি তবু প্রনয়পাষাণে ঈগলের ছোঁয়া ধুধু।
আসমানে নাই আদমসুরাত ফোরাতের বুকে পানি
সীমারের ছোরা হননের পথে ক্রমাগত সেতো জানি
ভুল হয়ে যায় ভুল হয়ে যায় ভুল হয়ে যায় কাজে
জমেছে অগ্নি জেগেছে দহন ধূসরের ভাঁজে ভাঁজে
ঈমানের জোর নিয়মের বাণী শুধুই একলা কাঁদে
ব্যাকুল কবিতা অকরুণ আঁকা জীবনের পাতা ফাঁদে।