০১) অবশিষ্টাংশ
একটা পরিপুষ্ট দাঁড়কাক পাশের বাড়ির জানালার কার্নিশে বসে থেকে থেকে ডাকছে অনবরত,
এত সুমধুর কাকের ডাক এর আগে আমি শুনিনি কখনো।
কাক’টি আমার বিশ্বাসে বিশুদ্ধতা ঢেলে দিতে লাগলো!
আমার অন্তঃসত্ত্বা কষ্ট গুলোকে মাথায় হাত বুলিয়ে আমি কাকের গান শোনাই।
সিথানের পাশে দীর্ঘতম রাত্রি আমার,
যেনো এক বিশালদেহী কুচকুচে বিশ্বস্ত পাহারাদার!
বসন্তের কোকিল নিয়ে অনেক তো হলো কবিতার চর্চা,
এই ফাল্গুনে, এবার না-হয়-
পরিপুষ্ট,সুরেলা দাঁড়কাক আর ভবঘুরে ঘুমের কাছে,
ঘরকন্নার আর কিছু গল্প শোনাই।
০২) অনিচ্ছা
এতো বৃষ্টি তবু তোমাকে অমন শুকনো খড়খড়ে দেখাচ্ছে কেন?
এ-কি বৃষ্টির দোষ না-কি তোমার ভিজতে না জানার অপারগতা!
এতো আর্দ্রতা বাতাসের শরীরজুড়ে তবু তোমার কপালে চিকচিক করছে অসহায় কতক নুনের ফোঁটা।
সজনে ডালের ফোঁড়ন পুড়ে যাবে ; ওভাবে ডেকো না,
আমার বিষাদ মাখা দুপুরগুলো তোমার জানলায় ছুঁড়ে দিই, তুমি তো জানতেই পারো না!
এক আকাশ বৃষ্টিও তোমায় ছুঁতে পারে না- আমার চোখের কী সাধ্য তোমায় ভেজায়!
এবেলা আর বেরুবার উপায় নেই,
এবেলা বেরুলে-
নির্ঘাত আমাদের পা পিছলে যাবে এক টুকরো আষাঢ়ি কাঁদায়।