১২০ বার পড়া হয়েছে
তুমি বটচ্ছায়া
নূরুন্নাহার নীরু
প্রবীন তুমি সমাজ চাকা
তুমি জীবন আলো,
নবীন চলে তোমার রথে
আঁধারে পিদিম জ্বালো৷
প্রবীণ পরশে রঙিন যেথা
আজকের এই পথচলা,
কান্ডারী ওই নবীন তরে
গড়ছো চিত্রকলা ৷
আকাশের মত বিশাল অটল
বেঁধেছো বাঁধন মায়া,
জীবন নদীর মোহনা তরঙ্গে
তুমিই বটচ্ছায়া৷
প্রবীণ প্রবর শ্রদ্ধাভরে
নবীন চলে যদি,
সমাজপটে বইবে রহম
সুষমা নিরবধি৷
মানবতার তরে লড়াকু লড়তে
একটাই এক দফা,
কন্ঠের স্বাধীকার ছড়িয়ে দিতে
করো না আপোষ রফা৷