০১) বাঙালি বয়ান
রক্ত দিয়ে লেখা আমার বাংলা ভাষার নাম;
এবার তো আর বলবে না কেউ-
“বলিস না বাংলা তোরা, এখন তবে থাম!”
লাখো বাঙালির প্রাণের ভাষা….
বাংলা যে তার নাম;
এবার তো আর বলবে না কেউ-
“যুদ্ধে তোরা নাম!”
বাংলা আমার মায়ের ভাষা,
বাংলায় বুনি মান।
পাঁচ রতনের জান খেলো সব;
পাকবাহিনীর গান!
এবার তো আর বলবেনা কেউ-
“তোরা মিছিল ডেকে আন!”
স্বাধীন মোরা লাল-সবুজের,
মুক্ত হাসির তান।
এবার তো আর বলবেনা কেউ-
“ভাঙনা তোদের ভ্রাতৃটান!”
(২) হাতে খড়ির পূর্ব-পর
যাচ্ছ কোথা?
আধ্যাত্মিকতায়।
কেমন সেথায়?
প্রাচীন কথায়।
আছে কী তবে?
ধ্যান হবে।
বাহ! বাহা! বাহ!
শুনতে কেমন?
মধু যেমন।
তা বলেছো,
খ্যাতির ঘাটে দাম কত তাঁর?
শিখরে চূড়ার!
ঘাটে-মাঠে খুশবু ছড়ায়,
একা নয়!
সবাই তারা একসাথে রয়;
এক ঘাটেই সম্মান পায়।
বেশ বলেছ, এবার থামো…
আছে যা হাতে,নিয়ে চলো,
ভাবনা তবে একটাই,
মেলাতে কি পারবে সেথায়?
হুম, বলেছ বটে!
করি না তবু চেষ্টা,
যদি থাকে সকলের সদয় প্রচেষ্টা!