প্রিয় শাড়ি
আমি শাড়ি পড়তে চাই
কিনে দিবে।
সাদা শাড়ি
দাওনা
আমি একটা শাড়ি পড়তে চাই।
তারপর বকুলতলায় হাঁটতে যাব
মাঠে মাঠে তোমায় নিয়ে ঘুরতে যাব।
পূবালী বাতাসের হাওয়ায় হাওয়ায় উড়তে
নদীর নদীর দুই কুলে।
সাদা শাড়ি পড়ে
শাড়ি কিনে দিবে।
দাওনা
আমি আর কিছু চাইবো না।
সাদা শাড়ি পড়তে চাই
জোসনা ভরা রাতে
তোমায় গান শোনাতে চাই।
না বলা অনেক কথা আমি বলতে চাই
শাড়ি পড়তে চাই।
তুমি জানতে চাও না
আমি কেমন আছি।
তোমায় দেখার আমার খুব ইচ্ছে করে
তুমি ভালো আছো তো।
ভুলতে পেরেছ আমায়
যদি পারো আমার একটা সাদা শাড়ি কিনে দিও
এ আমার তোমার কাছে বায়না।
আমি আত্মার সাথে আত্মার বেঁধেছি ঘর
বিধাতার কাছে চাইবো তোমায়।
আমি আরো ছয়টি জনম
ভালোবেসে আরো কত শত নামে ডাকবো তোমায়।
প্রিয় বলে
ওই সৃষ্টিকর্তা একই মাটিতে তৈরি করেছেন আমাদের
তার ইচ্ছেমতো।
তার ইচ্ছাই আমাদের দেখা হয়েছে
যুগল মরণ বন্দি একটা জীবন চেয়েছিলাম
যখন আসবে আমাদের সমাধিতে
সবাই বলবে।
আমাদের ভালোবাসা অমর হোক
আমার কাছে ভালোবাসা পবিত্র মসজিদ।
পবিত্র মহৎ এক বন্ধন
কলিজাটা ছিড়ে হয়তো
দেখাতে পারলাম না তার মাপকাঠি।
আমি শাড়ি পড়তে চাই
সাদা শাড়ি
তোমার কাছেই আমার বায়না
তুমি থাকবে চিরজীবনে।
তুমি থাকবে আমার কলমে
তুমি থাকবে আমার কবিতায়
আমি শাড়ি পড়তে চাই।
প্রিয় শহরে
ভালোবাসার শহরে বৃষ্টিতে আজ আমি
মেঘলা আকাশ আর হিমেল হাওয়া।
ভালোবাসার নীল আকাশে নীল খামে পত্র দিলাম।
অসময়ে তুমি আর আমি আজ অসময়
মেঘলা আকাশে তুমি আর হালকা হাওয়াতে আমি।
অল্প আলোতে অল্প আঁধারে তোমাকে চাই আমি।
নিরব নিস্তব্ধ রাত কত কথা বলে তোমাকে
ভালোবাসার মায়ার শহরে বৃষ্টিতে আজ আমি।
চলো না ভালোবাসার রাস্তায় বৃষ্টিতে দুজন হারিয়ে যায়।
রঙিন হোক আমার ভালবাসার শহর
রঙিন হোক বৃষ্টি ভেজা রাত।
অল্প আলো অল্প আঁধার আমার ভালোবাসার শহর ।
নাম না জানা ভালোবাসার অচেনা শহর
অচেনা গন্তব্যে চলো না হারিয়ে।
চলো দুজন হারাই অচেনা পৃথিবীতে
ভালোবাসায় হোক রঙিন আমাদের শহর ।
নাম না জানা কতো ইচ্ছে
তোমাকে পত্র দিচ্ছে।
অল্প আলো অল্প আধার আর তুমি আমার অল্প
তোমার বাঁকা চোখের তাকানো
তোমার বাঁকা মুচকি হাসি
আমি বড়ো ভালোবাসি।
ভালোবাসার শহরে বৃষ্টিতে আজ আমি
আজ উদাসী হয়ে আমি।
ভালোবাসার শহরে শুধু আসা যাওয়া
ভালোবাসার শহরে বৃষ্টিতে আজ আমি।
প্রিয় দুজন
আজ তুমি আর আমি চলো শরতের পূর্ণিমার চাঁদে হারিয়ে যায়।
নিঃশ্বাসে বিশ্বাসে তোমাকে চায়
পলকে পলকে তোমাকে হারায়।
তোমার জন্য দুনিয়াতে এসেছি
হৃদয়ের মাঝে রাখবো তোমায় আজীবন।
তোমায় হৃদয়ে রাখবো অনেক যতনে
শুধু যতনে শুধু যতনে।
তোমায় নিয়ে ভালোবাসে হারাবো
ওই পাহাড় নীল সমুদ্রের পাড়ে।
নিঃশ্বাসে বিশ্বাসে তোমাকে চায়
আজ তুমি আর আমি হারাতে চাই।
বিধাতা তৈরি করেছে ন। একই মাটিতে মরণ কালে তোমাকে চাই।
মরণ কালে যেতে পারি যেন দুজন একই সাথে
আজ তুমি আর আমি চলো শরতের পূর্ণিমার চাঁদে হারিয়ে যাই।
তুমি আমার জীবনের একজন
জন্ম সত্য মৃত্যু সত্য তুমি সত্য আরো আমার।
অনন্ত জীবনের অনন্ত ভালোবাসা
তোমার হৃদয়ে আমার বসত বাড়ি।
আমি আজীবন নজরবন্দি করে রাখবো তোমায়
তোমায় নিয়ে সাত জনম বাঁচার বড় আশা
সাত জনম জীবন মরণ তোমায় প্রয়োজন।
দিন যায় রাত ফুরায়।
হয় না দেখা হয় না কথা প্রিয়
সপ্তাহ যায় মাস যায় বছর যায় যুগ যায়।
আজ তুমি আর আমি চলো শরতের পূর্নিমার চাঁদে হারিয়ে যাই।