আমি সেই নেতা খুঁজি
আমি সেই নেতা খুঁজি
তর্জনী উঁচিয়ে যে বলবে
এবারের সংগ্রাম চলবে
মুক্তির সংগ্রাম চলবে।
আমি সেই নেতা খুঁজি
বিশ্ব কাঁপিয়ে যে হাঁক দেয়
শিকল ভাঙ্গার গানে
স্বাধীনতার শুভ ডাক দেয়।
আমি সেই নেতা খুঁজি
আপোসহীন সত্য ভাষণে
হৃদয়ে স্বদেশ প্রেম
মানবিক ভালোবাসা শাসনে।
আমি সেই নেতা খুঁজি
নির্ভীক জেল খুন ফাঁসিতে
রেসকোর্স ময়দানে সুর তোলে
‘জয় বাংলা’ হেমিলন বাঁশিতে।
আমি সেই নেতা খুঁজি
বজ্র কণ্ঠে যে বলবে
স্বৈরাচারের গদি জ্বলবে
মুক্তির সংগ্রাম চলবে।
আমি সেই নেতা খুঁজি
সোনালি স্বপ্নের কারিগর
গোলামীর পিঞ্জর ভেঙ্গে দিয়ে
স্বাধীন করে দেশ বাড়ি ঘর।
আমি সেই নেতা খুঁজি
যে নেতা আবার এসে বলবে
দুর্নীতি সন্ত্রাস মুক্ত
স্বাধীন আমার দেশ চলবে।
আমি সেই নেতা খুঁজি
করবে যে সুদ ঘুষ বর্জন
অনিয়ম অনাচার বিনাশে
বিশ্বে সুনাম করে অর্জন।
আমি সেই নেতা খুঁজি
হাজার বছরের সেরা যে
পিতার আসনে বসে
মমতার বন্ধনে ঘেরা যে।
১ Comment
অসাধারণ। বিজয়ের শুভেচ্ছা।