৫৬ বার পড়া হয়েছে
কনকনে শীত
ইফফাত জাহান চৌধুরী
কনকনে শীতে চাদরে মোড়ানো
আমি তোমার এক সমুদ্র সুখ
আর তুমি আমার
শীতের রৌদ্রে এক পলক হাসি।
তুমি আমার শিশিরভেজা
সবুজ ঘাস
আমি সেই ঘাসের ভূমি
করেছো আমার হৃদয়টাকে
একেবারে ঝুরঝুরি
হায় এখন আমি কী করি
শীতের আদ্রতায়
তোমাকেই কাছে ডাকবো।