হযরত মুহাম্মদ (সাঃ) প্রজ্বলিত দ্বীন
এনামুল হক টগর
১৯/১০/২০২১
হযরত মুহাম্মদ (সাঃ) এর অনুপম দ্বীনের গভীরে দ্যাখো ঐশ্বরিক বাণী,
আল্লাহর একত্ববাদ আহাদ সত্তা থেকে বিমিশ্র আহমদ সত্তার জ্ঞান নিপুণ!
তিনিত্বের ভেতরই মহা-নূর তিনিত্বের ভেতরই নূরে মুহাম্মদ নূরে আহমদ!
নূরে মুহাম্মাদের ভেতর দিয়েই আল্লাহর বাণী প্রকাশ ও ইসলাম অভেদ!
মহান আল্লাহ থেকেই শহুদ নূর ও স্বচ্ছ আলোকপ্রাপ্ত দ্যুতি প্রবাহ প্রজ্ঞাময়,
অজুত জ্ঞান ও মহা-চেতনার গভীরেই বিকশিত হয় বিশ্ব জ্যোতির্ময়!
আপনা ও আপনিতেই তাঁর একক মূল উৎস নূরে আহমদ!
আল্লাহ নূরে অনুরণিত অনুরাগ প্রেম ধারা থেকেই মুহাম্মদ!
সত্যজ্ঞান নিগূঢ় ও সমন্বিত রূপে অনির্বাণ শিখার আলোতে উদয়,
অনাদি অনন্ত অব্যক্ত ও মহাবিন্দুর ভেতরেই মহাজ্ঞান অক্ষয়।
মহাবিশ্বের জ্যোতির্ময় সত্তাই আহাদ থেকেই আহমদ দীপ্তময়!
উপলব্ধি প্রত্যক্ষ দর্শনে সিরাজুম মনিরার নূরই আদি অনাদি অজেয়!
মুহাম্মদ (সাঃ) এর মানবতাবোধ আল্লাহর একত্ববোধে মগ্ন হয়ে অমর অক্ষয়!
অবরোহ ও অসীমত্বের ধ্যানে জ্ঞান লাভ করাই আলোকপ্রাপ্ত বিশোধন জ্যোতির্ময়!
অবিমিশ্র মৌল জ্ঞান ও একের মহা-সূচনাই ইমামে কেবলা তাইনে!
অবিভাজ্য তিনি নিগূঢ় চিরন্তন চিরজীবী ও একক মহাশূন্য !
মহা-সত্তায় আত্মবিভোর ও মুফাক্ষার মৌজুদাতে মহানবীর গৌরব স্থিতি!
ধ্বংস মৃত্যু ও লয়ের পরই মহাচৈতন্যের আত্মচেতনা সুশান্ত নীতি!
সনাতন সজিব ও আদিমত্বের ভেতরই জ্ঞান নব নব আধুনিক সম্মান!
চির-জীবন্ত মহাসত্যের আলোয় সুফির ফানায় মুমিনের পুনঃজীবন!
আত্মজগত মহাপরম সত্তাই মহাচৈতন্যের দীপ্তিময় সরকারে দো-আলম স্থিতি!
চিরস্থাহী প্রকৃত গুণে মুহাম্মাদের প্রশাংসাই রহমাতুল্লিল আল-আমিন জ্যোতি!
অস্তিত্ববান এক লা-মাকামে নিজেই নিজ মাহবুব স্তরে শায়েখ আপনাতে আপনি!
অচিন্ত্যনীয় অদৃশ্য মহাভেদ কেন্দ্রবিন্দু থেকে মহাসিন্দু মহাসমগ্র বিশ্বত্মার জ্ঞান!
বিনিন্দ্র হযরত মুহাম্মদ ধ্যানে মগ্ন বিভোর হেরার গুহায় আল্লাহতে একাকার।
অনন্ত জ্ঞান সত্তার জাগ্রত স্তরেই বিশোধন আলোকপ্রাপ্ত বেলায়েত মহা-নূর!
জীবন্ত কুরআন সমুদয় প্রশাংসা ও মর্যাদার স্তরেই গুপ্তধন আহমদ।
পরম একত্বের গুপ্তসত্তা থেকেই বহুত্বের সৃষ্টি প্রকাশই নূর মুহাম্মদ!
বিচার বুদ্ধি আবর্তন বিবর্তন ও কর্মকৌশলে মহা-প্রজ্ঞাবান।
আধ্যাত্মিক অন্তদৃষ্টির নিগূঢ়েই মৌলজ্ঞান মুহাম্মাদ পরিচয় গুপ্তজ্ঞান!
নিখিল সৃষ্টির অন্তরালে আহাদ থেকেই আহমদ ও নূর মুহাম্মদ!
সত্যপ্রেমিক অনুরঞ্জিত আরেফের অন্তরে লুকানো জ্ঞান লাভই অখণ্ড ওয়াহেদ!
অবধারিত জীবন চির অমর ও অনাদি অনন্ত অব্যয় অক্ষয়!
নূরময় বেলায়েত প্রেমেই কাল-কাউসার সরোবর সৌরভে পরিচয়!
যার গভীরে আহমদ প্রজ্ঞাময় ধর্ম বিশ্বাস মহাজ্ঞান মহানূর জ্যোতির্ময়!
বিশ্বজগতের কল্যাণের স্পন্দন ও সৃষ্টির মহা-কলতান থেকেই নব নব জ্ঞান বিস্ময়!
প্রসন্ন ও বৈচিত্রময় শস্যক্ষেত নদী সাগর মরুভূমি আদি সনাতন!
কোটি কোটি ক্রীতদাস মুক্ত হেঁটে যায় অধিকার সামান নীতি নিপুণ।
মুক্তির মহাকাল প্রিয় মুহাম্মাদ, প্রিয় মুহাম্মদ (সাঃ), এর নামে প্রসংশা করে সম্মান।
মহাবিশ্ব ও মহাজগত ধ্বনিত প্রতিধ্বনিত করে ঐশ্বরিক চেতনায় জাগরণ!
মাটির মমতায় পাখিরা গান গায় মধুময় ফসলের চেতনা সজিব!
প্রবাহমান ইন্দ্রিয়ের নদী ও সাগরে কুল কুল লহরী বিস্ময় আজব!
সমুজ্জ্বল ও অফুরন্ত ভালোবাসার বিচিত্র জ্ঞান বিদ্যা আদব।
সমগ্র জীবন অবিচ্ছেদ্য মুহাম্মদের পবিত্র নূরে মিশে বিশোধন একাকার!
ভবিষ্যৎ বংশধররা পথে পথে আলোকিত নূরে মহৎ কল্যাণ সংস্কার।
মানবিক মূল্যবোধ ও অনির্বাণ শিখার চেতনায় মহা-সংসার।
মুহাম্মদ (সাঃ) এর জ্ঞান দিকে দিকে বিশ্ব-মানব কল্যাণে আলো ছড়ায় দীপ্তকর।