১৭৬ বার পড়া হয়েছে
এখনো খুঁজি তোমায়
জেবুন নাহার
অনেক মাস , অনেক অনেক বছর,
তোমাতে হয় না দেখা আমার
মনে মনে কত ভাবি
একবার যদি দেখা পাই…
রাত যায় দিন কাটে
বর্ষা হেমন্ত শীত চলে যায়
আমিও চলি এ প্রান্ত থেকে ওই প্রান্তে
সাত সমুদ্র পাড়ি দেই
কত কত যায়গায় খুঁজি
পাই না দেখা তোমার।
ফেসবুকে বন্ধু তালিকায়
কত শত বন্ধুর প্রোফাইল
চষে বেড়াই
কোথাও, কোথাও নেই তুমি।
আমি নিশ্চিত হলাম
তোমার মনের অস্তিত্বে
আমি ছিটেফোঁটাও নেই।
তবুও তোমায় এখনও খোঁজে বেড়াই,
এখনো খুঁজি তোমায়….
এখনো, এখনো খুঁজি তোমায়।
১ Comment
অসাধারণ!