১৭১ বার পড়া হয়েছে
একাকিত্ব
সৈয়দা রোখসানা বেগম
কেমন লাগে একা ?
কেউ একজন জিজ্ঞেস করলো ,
উদাসীনতাকে সামলে নিয়ে
কিছুক্ষন চুপ থেকে বললাম,
একাই তো ছিলাম !
সেই কবে থেকে একা !
কারও সাথে অনুভূতির লেনদেন নেই,
শরীর, মনের ভালো লাগা
না লাগার বালাই নেই,
সেটা কি একা থাকা নয় !
যখন নির্ভরতা পাবার আশায় হাত বাড়িয়েছি,
ঠেলে দিয়েছো একাকী স্বনির্ভর হতে।
সেই থেকে একাকীত্বকেই ভালোবেসেছি।
নিজেকে ভালোবাসতে শিখেছি।
তখন এইটুকু ভালোবাসা পাবার আশায়
আশেপাশে সব জলাঞ্জলী দিয়েছিলাম,
আজ ফিরে পাচ্ছি একটু একটু করে
যা হারিয়েছিলাম।
তাই ভালো আছি একাকীত্বকে ভালোবেসে।
সৈয়দা রোখসানা বেগম
কানাডা: December 4/2022
১ Comment
একাকীত্বের মাঝে বহু পাওয়া নিহীত