একটা দীর্ঘ সন্ধ্যা চাই
মাহমুদা খানম
আমি একটা গভীর সন্ধ্যা চাই
সেই সন্ধ্যাতে থাকবে কিছু নির্জন মূহুর্ত
আর আমাদের মন খারাপেরা !
সন্ধ্যাটা হতে হবে অনেক-দীর্ঘ
জীবনের ঘাটতিটুকু পুশিয়ে নিতে চাই
এলোমেলো অগোছালো জীবন পাতা
আবার গুছিয়ে নিতে চাই !
এই মরচে ধরা জীবনে রঙিন হতে চাই
পাশাপাশি একটু উষ্ণতায় বসতে চাই
অভিমান আর বিরহকে ঘুম পাড়াতে চাই
নীল আকাশ স্বপ্ন মায়া খুঁজে নিতে চাই
আবার প্রত্যাশার বীজ বুনতে চাই
ধোঁয়া ওঠা চায়ের চুমুকে নতুন করে
নিজেদের খুঁজে পেতে চাই !
যে দিনগুলো হারিয়ে গেছে
ফিরবে না আর কখনো জানি,
জীবনের রোদ আগাছায় ভরে গেছে
ক্লান্ত ভীষণ মনটা ভারী হয়ে আছে
মেঘলা আকাশটায় ঝলমলে আলো চাই
পাশাপাশি হাত ধরে বাকি পথটা হাঁটতে চাই
আর এজন্য একটা দীর্ঘ সন্ধ্যা চাই !