একখণ্ড হাহাকার
শারমীন সুলতানা
বিষণ্নতায় সংক্রমিত দ্বাদশীর চাঁদ
মুখে তার মেঘের প্রলেপ
বাঁশঝাড়ের ফাঁকে এক খণ্ড আলোর স্ফুরণ
নিভৃতে দিয়ে যায় নতুন বার্তা
স্পন্দন ছড়াবে নবাগতা।
দূরে দাঁড়িয়ে বসন্ত হাসে প্রগলভায়
বহুগামী ঋতুরা পাবার আকাঙ্ক্ষায়।
বিন্যস্ত প্রকৃতির নীরব হাহাকার
শিশিরের প্রতিধ্বনি ইন্দ্রকে করে জাগ্রত
এখানে নেই ক্রোধ কিংবা অনুযোগ
ভীত যেন খানিকটা হারাবার সংশয়ে
ক্ষরণে ব্যথাতুর বোধের ধুকপুক
নিয়মের কঠিন শৃংখলে আবদ্ধ প্রতিবেশ।
চাঁদ খেকো উদ্যানে শিশিরেরা
একবিন্দু জলের ঋণ রেখে দেয় দুর্বাঘাসে
মরকের আগমনে হাসিরা লুকায় শিউলির গণ্ডদেশে
ঝরাবে বলেই ঝরছে অবিরত
তথাপিও অধিবর্ষ পেরোলেই ক্যালেন্ডারে
ফুটে ওঠে মে ফ্লাওয়ার।
মেঘমুক্ত আকাশে ছড়িয়ে আছে
বিয়োগাত্মক হাহাকার
নতুনের ভীড়ে অনাহুত পুরাতন
বিস্মৃত হবে এবার।