১১৮ বার পড়া হয়েছে
ঋণ
।। এবিএম সোহেল রশিদ।।
সবশেষে না-কি ফিরে আসতে হয় গন্তব্যে
বিজ্ঞজন বলেন গতানুগতিক মন্তব্যে।
সব পাখি ঘরে ফেরে, কেউ কেউ হারিয়ে যায়
সৈকতে নির্ঘুম বাতিঘর ডাকে ইশারায়।
নেই কোনো সংযোগ, তবু জনমের যোগাযোগ
নিজেকে ভেঙেচুরে করি না যোগবিয়োগ।
মনে মন ঘষে, জ্বলে গর্ভবতী আগুন
দুচোখে রক্তাক্ত বৃষ্টি! ভেসে যায় ফাগুন।
অথচ সোনা রোদে ভরা পয়মন্ত দিন
আমায় বলেছে এ না-কি ভালবাসার ঋণ।
১ Comment
চমৎকার বহিঃপ্রকাশ