নিজস্ব প্রতিনিধি (ভারত):
আজ ২৬/৮/২৩ উত্তর চব্বিশ পরগণার রেকজোয়ানী গাঙচিল চব্বিশ পরগণা শাখার নিজস্ব কার্যালয়ে সাহিত্য কাল পুরুষের সমন্বয়ে গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ উত্তর চব্বিশ পরগণা শাখা আয়োজন করে উদ্বোধনী অনুষ্ঠানের। বাংলাদেশের কবি ইমরোজ সোহেলের সভাপতিত্বে এই অনুষ্ঠান উদ্বোধন করেন গাঙচিল সর্বভারতীয় উপদেষ্টা কবি অরূপ পান্তী, প্রধান অতিথি ছিলেন গাঙচিলের প্রতিষ্ঠাতা খান আখতার হোসেন।
অতিথি ছিলেন কবি মৌসুমী ব্যানার্জী, কবি সান্ত্বনা ব্যানার্জী, সোনালী চক্রবর্তী, কবি সর্বাণী ঘড়াই, রম্য লেখক রতন কর্মকার, কবি চামেলি কর্মকার, কবি মৌসুমী ব্যানার্জী, কবি অসীম কর্মকার, কবি সোমা কর্মকার, কবি ড. রিনি নাথ।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গাঙচিলের উত্তর চব্বিশ পরগণা শাখার সাধারণ সম্পাদক ভারতী বন্দ্যোপাধ্যায় ও অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন গাঙচিলের উত্তর চব্বিশ পরগণা শাখার সভাপতি কবি রমেশ কর্মকার।
অনুষ্ঠানের শুরুতেই কেক কেটে অনুষ্ঠান সূচনা করা হয়। অনুষ্ঠানে উত্তর চব্বিশ পরগণায় গাঙচিল কালপুরুষ গণ পাঠাগার খোলার ঘোষণা দেয়া হয়।