২০১ বার পড়া হয়েছে
ঈদের দিন
[রেহনুমা কবির]
—————
আমি দেখি ঈদের দিন
মানুষ কতই আনন্দে উদযাপন করে।
আমিও করি আনন্দ,
আমারও ঈদ উদযাপন ভালো লাগে খুব।
মুসলমানদের দুইটি ঈদের নাম হলো,
ঈদ-উল-ফিতর
ঈদ-উল-আযহা।
ঈদের খুশিতে সব শিশু উৎসবে মেতে উঠে।
গরিব দুঃখীর মুখে হাসি ফুটে।
———
রেহনুমা কবির
বয়স ৮
শ্রেণি তৃতীয়
রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ
চট্টগ্রাম।
১ Comment
congratulations