৩১৭ বার পড়া হয়েছে
আসবে কবে তুমি
পুষ্পিতা চট্টোপাধ্যায়
আমার আছে মেঘের মত চুল
আমার আছে বিষাদ পানা মন
আমার আছে জীবন ভরা ভুল
তোমার কাছে সবটা সমর্পণ।
আমার আছে দীঘির মত হাসি
আমার আছে অভিমানের রোগ
আমার আছে স্বপ্ন রাশি রাশি
তোমার কাছে বিপুল অভিযোগ।
আমার আছে কান্না ভরা চোখ
আমার আছে তৃষ্ণা জাগা রাত
আমার আছে হারিয়ে যাওয়ার ঝোঁক
তোমার কাছে তাইতো বাড়াই হাত।
আমার আছে শব্দ কলম কালি
আমার আছে পাখির নরম বুক
চাই নি তোমায় লাগিয়ে জোড়াতালি
তোমার কাছে একপৃথিবীর সুখ।
যেদিন তুমি আসবে আমার দেশে
ভাসিয়ে দেব এ বুক মরুভূমি
দুঃখ যত উড়িয়ে দেব হেসে
আমার হয়ে আসবে কবে তুমি?
১ Comment
Outburst of deep feelings.
words are unable to express the beauty of the poem. Wishing all the best.