৬৮ বার পড়া হয়েছে
লেখা আহ্বান:
কবি দেলোয়ার হোছাইন সম্পাদিত যৌথ কাব্যগ্রন্থ: জুলাইয়ের কাব্যকথা।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলের উৎসাহে/সমর্থনে আপনার যত লেখা কবিতা পাঠাতে পারেন।
শিগগির আসছে… কবি দেলোয়ার হোছাইন সম্পাদিত যৌথ কাব্যগ্রন্থ: জুলাইয়ের কাব্যকথা।
নিয়মাবলী/শর্ত :
১) জুলাই (৩৬ শে জুলাই পর্যন্ত) যেকোনো মাধ্যমে প্রকাশিত মানসম্পন্ন লেখা পাঠাতে পারবেন।
২) ছবি ও কবি পরিচিতি।
৩) আর কোনো শর্ত নেই। আমরা শর্ত ছাড়া লেখা প্রকাশ করি।
লেখা পাঠনো বা যেকোনো যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯ (হোয়াটসআপ)/০১৮৮১৯৯৩৬৮৯ (হোয়াটসআপ)
টাইমলাইনে শেয়ার করেন। বন্ধুদের জানাতে পারেন।