২৩৫ বার পড়া হয়েছে
আসছে…. অমর একুশে বইমেলা-২০২৩
কবি ফরিদা বেগম’র একক কাব্যগ্রন্থ: শুকনো ফুলের সৌরভ
বইয়ের নাম: শুকনো ফুলের সৌরভ
বইয়ের ধরন : কাব্যগ্রন্থ
লেখক: ফরিদা বেগম
প্রকাশকাল: একুশে বইমেলা-২০২৩
প্রকাশনী: প্রতিবিম্ব প্রকাশ।
প্রচ্ছদ: আল নোমান
আইএসবিএন: 978-984-96965-5-1
প্রতিবিম্ব প্রকাশ
(সৃজনশীল লেখকের ঠিকানা)
অফিস:
বাড়ি:০১ (চতুর্থ তলা), সড়ক: ১৪/বি, সেক্টর: ০৪, উত্তরা, ঢাকা
ফোন: ০১৭১৫৩৬৩০৭৯
ইমেইল: khair.hrm@gmail.com
ওয়েব: https://protibimboprokash.com/
পেজ: https://www.facebook.com/protibimboprokash
৫ Comments
অনেক দিনের শখ ছিল,আমার একটি কাব্যগ্রন্থ একুশের বই মেলা থেকে প্রকাশিত হোক। প্রতিবিম্ব প্রকাশনা থেকে আমার প্রথম একক কাব্যগ্রন্থ ” শুকনো ফুলের সৌরভ” প্রকাশ হবে। এই সুখবরটি আমার জন্য অনেক আনন্দময় ও গৌরবের। পাঠকদের জন্য আমন্ত্রণ রইল আমার বইটি পড়ার জন্য। আর এই বইটি প্রকাশের জন্য যিনি অক্লান্ত পরিশ্রম করছেন তিনি আমাদের অনেক প্রিয় কবি ও-কলামিস্ট, জনাব আবুল খায়ের ভাই। তার জন্য রইল আমার অনেক অনেক শুভকামনা ।
অসাধারণ লেখা। কবি ফরিদা বেগম এর প্রতি দোয়া ও শুভকামনা রইল।
অনেক অনেক শুভকামনা রইলো শ্রদ্ধেয় কবির প্রতি। একই সংগে প্রকাশক মহোদয়কেও ধন্যবাদ৷ আশা করছি কিছু অসাধারণ কবিতা পড়ার সুযোগ পাবো। প্রচ্ছদটি দৃষ্টিনন্দন!
আগামী বইমেলা’২০২৩ প্রতিবিম্ব প্রকাশনী থেকে যে সকল কবি লেখকদের বই প্রকাশ হতে চলছে,পাঠকদের প্রতি আমন্ত্রণ রইল সেই সব লেখকদের বই পড়ার। বিশেষ করে কবি ফরিদা বেগমের একক কাব্যগ্রন্থ “শুকনো ফুলের সৌরভ”।
শুকনো ফুলের সৌরভ আমার একক কাব্যগ্রন্থ টি এখন পাঠকের হাতে হাতে।যখন পাঠককুল অভিমত ব্যক্ত করেন ,বইয়ের কবিতাগুলো খুব সুন্দর। তখন ভালো লাগায় মনটা ভরে উঠে।
ধন্যবাদ প্রতিবিম্ব প্রকাশনী।