২১৫ বার পড়া হয়েছে
আষাঢ়ের বর্ষা
চিত্তরঞ্জন সাহা চিতু
বৃষ্টি আসে আষাঢ় মাসে
বৃষ্টি শুধু পড়ে,
আকাশ বুঝি ফুটো হয়ে
ঝমঝমিয়ে ঝরে ।
বৃষ্টি ঝরে বৃষ্টি ঝরে
খাল বিল থই থই,
পুতুল খেলায় ব্যস্ত খুকু
তার ঘিরে সব সই।
বৃষ্টি এলে ঘ্যাংয়র ঘ্যাংয়র
সোনা ব্যাঙের গান,
ঝরা পাতা গাছগুলো সব
ফিরে তো পাই প্রাণ।
বর্ষা এলে নদীর বুকে
নৌকা ছুটে চলে,
দাদু তখন ইচ্ছে মত
হাজার গল্প বলে।
_________
বড় বাজার, চুয়াডাঙ্গা