আমি- কবি লেখক
দেবদুলাল বণিক
আমি কবি লেখক– তবু বিবর্ণ ধূসর
ফেটে যাওয়া দেওয়ালের মতো
আমার কপাল রেখা ও
রোজ একটু একটু ফেটে যাচ্ছে
চারিপাশে হল্লা করে মাতিয়ে তুলে
আমার বন্ধুরা – আমার আত্মীয়
পরম শুভাকাঙ্ক্ষী শত শত হৃদয়,
আমি অনেক বাহু বন্ধন ছেড়ে —
চুপিচুপি বের হয়ে যাই – গিনিপিগের মতো।
হাজার হাজার আলিঙ্গনে
বন্দী করতে চায় অগণিত মন
আমার পুড়ে যাওয়া হৃদপিণ্ড
কেউ পেতে চায় —
কেউ নিতে চায় হাতিয়ে সংগোপনে,
কত ব্যর্থতায় আমি দিতে পারিনি মন
কেউ অমরাবতীর জোসনা গায়ে মেখে
অভিশাপ দিয়েছে কি — জানিনা,
আমার দগদগে ঘা কেউ দেখেনি
কাউকে বলি না —
অনেক পাওয়া না পাওয়ার কাব্য কথা।
কত গালিচা কত আয়োজনে
লাল ভেলভেটের উষ্ণ মখমলে
আমি নীরব হয়ে যাই — খুব গোপনে,
ভক্তের বারান্দায়- বন্ধুর ভালোবাসায়
হয়ে উঠি চুম্বকের মতন শক্তিমান
আমাকে ঘিরে ধরে শত চোখ- কত ঠোঁট
আমি তবু নিশ্চল একা কাউকে খুঁজি ।
আমি কবি লেখক- তবু বিবর্ণ ধূসর
রং গোলাপি শত আপ্যায়নেও
শেষ হয় না উৎসুক ভালোবাসা ,
উষ্ণ চা কপির পেয়ালায়
আমি চুমুকে চুমুকে
নিঃসঙ্গ হবার পথ খুঁজি
কিংবা– মানুষের ভালোবাসায়
সিক্ত হতে হতে —
আরো অপেক্ষা করি শুদ্ধ হবার ,
নিসপলক মানুষের চোখগুলো
আমায় খুঁজে
ওরা পেতে চায়- খ্যাতিমান কিছু ভালোবাসা।