আমিও ঈশ্বরকে সব বলে দিবো
– আহম্মদ আমান মাসুদ (বিপ্লব)
আমিও ঈশ্বরকে সব বলে দিবো।
বলে দিবো তোমাদের লোভের কথা,
বলে দিবো তোমাদের পৈশাচিকতার কথা,
বলে দিবো তোমাদের খুনোখুনির কথা,
বলে দিবো তোমাদের লুটপাটের কথা,
বলে দিবো তোমাদের দানব চরিত্রের কথা,
বলে দিবো তোমাদের মিথ্যা মুখোশের কথা,
বলে দিবো তোমাদের দিন আর রাতের
আলাদা আলাদা চেহারার কথা,
বলে দিবো তোমাদের ক্ষুধার্ত মানুষের মুখের খাবার
কেড়ে নেওয়ার কথা,
বলে দিবো তোমাদের খাবারের লোভ দেখিয়ে
অন্যকে ধর্মান্তরিত করার কথা,
বলে দিবো তোমাদের অসহায়ের ভূমি দখল করে নেওয়ার কথা,
বলে দিবো তোমাদের প্রকৃতি রক্ষা করার কথা বলে
উল্টো প্রকৃতি ধ্বংস করার কথা,
বলে দিবো তোমাদের মরণাস্ত্র তৈরির
প্রতিযোগিতার কথা,
বলে দিবো তোমাদের ধর্মের নামে
মানুষ কাটাকুটি করার কথা,
বলে দিবো তোমাদের আদিবাসী নিধন করার কথা,
বলে দিবো তোমাদের শিশু থেকে শুরু করে বয়স্ক নারী
ধর্ষণের পৈশাচিক আনন্দ উল্লাস করার কথা,
বলে দিবো তোমাদের মুখে গণতন্ত্রের কথা বলে
জনগণের উপর একনায়কতন্ত্র চাপিয়ে দেওয়ার কথা,
বলে দিবো, সব বলে দিবো
দেখো, আমি ঈশ্বরকে একদিন ঠিক সব বলে দিবো।।
উত্তরা
১২-১০-২০২২
৪ Comments
অসংখ্য ধন্যবাদ কবিতাটি প্রকাশ করার জন্য।
valo lagse
দারুন প্রকাশ।
চমৎকার