আমার এলোমেলো ভাবনা
যয়া খান
মুষলধারায় বৃষ্টি
চারিদিকে নিকষ কালো অন্ধকার।
চলছি আমি একা
আমার গন্তব্য পথে।
ভিষনভাবে অনুভব করছি তোমার অনুপস্থিতি।
যদি থাকতে পাশে
কেটে যেতো সময়গুলো
গানের সুরে , কবিতার চরণে অথবা বৃষ্টির শব্দতরঙ্গে ।
এখনও অনেক টা পথ বাকি…
কি করছো তুমি ?
যদিও তোমার প্রতিদিনের রোজনামচা আমার মুখস্থ।
আমার মত তুমিও কি ভাবছো ?
প্রতিটি বৃষ্টি কণার পতিত শব্দের তালে তালে
তোমার কন্ঠস্বর ভেসে আসছে আমার কানে,
স্মৃতিগুলো রঙের ছোঁয়ায়
ভেসে উঠছে আমার দৃষ্টির ক্যানভাসে।
নিকষ কাল অন্ধকার
পড়ছে বারবার তোমায় মনে।
বড্ড ইচ্ছে হচ্ছে তোমার হাতে হাত রেখে অবিরাম পথ চলতে,
চোখে চোখ রেখে মনের ভেতর সঞ্চিত শব্দের বন্যা বইয়ে দিতে।
ঠিকানার দূরত্ব করেছে হরণ , তোমার আমার সব ইচ্ছে গুলো।
ইথারে ভেসে আসা তোমার সান্তনার স্বরলিপি দিয়ে
নিজেকে বোঝাই….
নাই বা পারলাম হাত দিয়ে ছুঁতে তোমায়, মন দিয়ে তো ছুঁয়েছি!
লেখক: কবি ও বাচিকশিল্পী এবং অস্ট্রেলিয়া প্রবাসী।
১ Comment
congratulations