৫৭ বার পড়া হয়েছে
আপন মানুষ
মনজুলা জাহান (মেরী)
তুমি যখন ফিরতে ঘরে
ভয়গুলো সব যেত দুরে
সুখগুলো সব আসতো ঘিরে
এখন আমার শূন্য ঘরে
একলা থাকার ভয় —-
কোথায় পাবো আপন মানুষ!
বলতে পারো আপন মানুষ কোথায় পাওয়া যায়?
যে যাবে না আমায় ছেড়ে
সুখ দুঃখের সাথী হয়ে থাকবে আমার সাথে
আপন হয়েই থাকবে পাশে
যাবে না কখনো ছেড়ে —
বলতে পারো এমন মানুষ কোথায় পাওয়া যাবে?
তা কি কখনও হবে?
আপন ভেবে যারে আমি
টেনে নেব কাছে
সে যে আমার আপন হবে-তা কে বলতে পারে?
এখন আমার শূন্য ঘরে লাগে বড় ভয় —
দুঃখগুলো আয়েশ করে সেই ঘরেই যে রয়।