আগে না এখন
ফরিদা সফি
জটিল ফাঁদে আটকা পড়েছে
ধরণীর তাবত নরনারী
সভ্যতা বুমেরাং
নিজেরই ফাঁদে গিয়েছে ফেঁসে
প্রাণ যায়যায় যাঁতাকলে দমবন্ধ হাঁসফাঁস
প্রাণ ভরে নিতে চায় বিষাক্ত নয়, সজীব বাতাস।
যে ডালে বেঁধেছে বাসা সাধের স্বপ্ননীড়
অবহেলায় সে ডাল কাটছে
পা পা করে এগিয়ে যাচ্ছে
দিন শেষে আনছে টেনে দ্রুত শেষের দিন
জেগে জেগে ঘুমিয়ে আছে সব উদাসীন।
সভ্যতা দিয়েছে এক দুরন্ত জীবন
ছুটো ছুটো আরো ছুটতে থাকো
প্রাণ নিংড়ে প্রাণের শেষবিন্দুটা চাই তার
নিজেকে দেয়ার মত নেই সময়
একটুও জিরোনোর নেই অবসর
যাঁতাকলে দমবন্ধ হাঁসফাঁস চরাচর।
শিকারী জীবনে অবসর ছিলো
সারাদিন ছুটতে হতো না
জিম করে পোড়াতে হতো না ক্যালোরি
মেনুতে কতটা কার্ব আছে
হিসেব না করলেও চলতো
রোজ নতুন মেনুতে ভরপুর পুষ্টি
একদিন আগুনের লালচে আভায়
হরিণের ঝলসানো স্বাদে জীবনের স্বাদ
একদিন ছায়াঘন বৃক্ষতলে
অলস খুনসুটি টক-মিষ্টি ফলের বাহার
একদিন সৈকতে দলবেঁধে হৈচৈ
তাজা মাছ কাঁচা-পোড়া
ভেজা গায়ে রোদ মেখে স্নান
এদিনের সুখ সেদিনের কাছে ম্লান।
১ Comment
nice poems