২৫৯ বার পড়া হয়েছে
অভিসার
শফিকুল ইসলাম
রাত এসেছে, রাত…
খেসারি আর মটরশুঁটি লতায় লতায়
হিম শীতল রাত…
শিশিরে শিশিরে ভিজে গেছে গমক্ষেত
ভিজে গেছে দূর্বাঘাস,পালংশাক।
সরষে ফুলের অঙ্গে অঙ্গে সুখ,
তৃপ্তির আহ্লাদে ঝরে পড়ছে-
ফোঁটা ফোঁটা প্রশান্তি…
মিলনমেলা, চলছে বিচ্ছেদের মিলনমেলা
দূরন্ত ঘোড়ার ক্ষুরের শব্দের মত-
দূর্বার অসংকোচ…
রঙিন জলের প্রবাহ চলে, বাঁধভাঙা প্রবাহ..
ব্যথায় পাথর,নিরেট রাতের গা-
জ্বরে বেঘোর,ভুল বকে স্বপ্ন বোনে ভ্রূণ।
রাত শেষে কুয়াশারা-
রেশমি শাড়ির মত ঢেকে দেয় কচি ডোগা।
______________________
-শফিকুল ইসলাম
জীবননগর,২৮-১২-২০২২ খ্রি.