অপেক্ষা
যুথিকা জ্যোতি
___________
অপেক্ষা মানে শুধুই কি
একটি শব্দ?
না কি এমন একটা বিস্ময়
যা মানুষকে আচমকা করে দেয়
নিঃশব্দ!
অপেক্ষা মানে শুধুই কি
দিনের শেষে একখন্ড অবসর,
না কি গোধূলীতে পাশাপাশি বসে
অন্তরঙ্গ আলাপনের অঙ্গীকার।
অপেক্ষা মানে শুধুই কি
এক চিলতে সুখ-স্বাচ্ছন্দ্যের মুহূর্ত,
না কি গহীন বিশ্বস্ততায় হৃদয়-মন -প্রাণ
উজার করে ঢেলে দেওয়ার বিনা শর্ত।
অপেক্ষা মানে শুধুই কি
এই তিনটি বর্ণ?
না কি এমন এক অদৃশ্য আঘাত
যা মানুষকে তিলে তিলে
ভেঙে মুছড়ে করে দেয় চূর্ণ বিচূর্ণ!
অপেক্ষা মানে শুধুই কি
হতাশা নিরাশা আর উদ্বেগ?
না কি জীবনের প্রথম ভালোলাগা
আর ভালোবাসার আবেগ।
অপেক্ষা মানে শুধুই কি
তীর্থের কাকের মতো চেয়ে থাকা
প্রহরের পর প্রহর?
না কি কারো জন্য তৈরী করা
ভালোবাসার এক বিশাল শহর।
অপেক্ষা মানে শুধুই কি
পদে পদে বঞ্চিত, লাঞ্ছিত
হয়ে মানিয়ে চলা?
না কি নির্ভয়ে নিঃসংশয়ে
মনের কথাগুলি খুলে বলা।
অপেক্ষা মানে শুধুই কি
প্রত্যাশা আর প্রয়োজনীয়তা?
না কি মমতা মাখা আবেগে
মনের ভাব প্রকাশ করার
প্রচন্ড ব্যাকুলতা।
অপেক্ষা মানে শুধুই কি
চাহিদা আর প্রাপ্তির পিপাসা?
না কি নিঃসংশয়ে নিঃসংকটে দৃঢ় মনের
বিশ্বাস, ভরসা আর ভালোবাসা।
__________
১৯/০৬/২০২২ ইং
টরোন্টো, কানাডা