অন্তরালে
শাহনাজ ইয়াসমিন মুনমুন
বোঝাবো কি করে তোমায়,
কত ভালোবাসি গো!
বোঝাবো কি করে তোমায়,
তুমি হৃদয়ের কতটা কাছাকাছি গো!
যেখানেই চোখ মেলি, যে দিকে তাকায়,
সব খানে তোমাকেই খুঁজে আমি পাই।
বোঝো না কি গো তুমি আজও,
এই মন শুধু তোমাকেই চায়।
লুকোনো ছিল যত মনের কথা..
জমানো ছিল যত ব্যাকুলতা,
ছিল যত গোপন ব্যাথা।
বলেছি তোমায় কবিতার ভাষায়।
বোঝোনি কি গো তুমি আমার,
সেই নীরবতার ভাষা?
চুপ থেকেছিলাম যখন,
তোমার আকুল প্রশ্নে।
লিখেছিলাম যা মনের অন্তরাল হতে!
বোঝোনি কি তুমি সেই লেখনীর মানে?
কত শত বেদন নিয়ে বুকে,
তবুও তো আছি সুখে।
শুধু তুমি আছো বলে পাশে।
বোঝোনি কি তুমি আজও
কতখানি দামী তুমি আমার কাছে।
পেয়েছি তোমায় আমি
হৃদয়ের অন্তরাল হতে!
তুমি আছো আমার..
ভিতর ও বাহিরে সবখানে।
তুমি থাকবে এই হৃদমাঝারে!!
১ Comment
I am so proud and feeling very honour. Thanks to all member of ” protibimbo prokashoni”