অনুভূতির মন খারাপ।
। সুরমা খন্দকার ।
আমার অনুভূতিদের কোন কারণ ছাড়াই মন খারাপ হয়।
শুক্লপক্ষের চাঁদের জোছনা একাকী জ্বলে পরিশ্রান্ত হয় বলে।
যাকে আমি কৃষ্ণপক্ষে খুব করে খুঁজেছিলাম।
আমার অনুভূতিদের মন খারাপ হয়
ব্যথার মায়াবতী নদীর অভিমান দেখে।
দীর্ঘ ঢেউ তুলে যে আছড়ে যেতে চায় সাগরে,
সব কষ্ট পুষে বুকে।
অনুভূতিদের মন খারাপ হয়
বিকেলের হলুদ আলো দেখে।
যাকে আমি আনন্দিত করার চেষ্টা করেছি বহুদিন।
যে কেবল মিলিয়ে যায় অহর্নিশ।
অনুভূতিদের মন খারাপ হয়
শুভ্র সাদা মেঘের ওড়াওড়ি দেখে।
ছন্নছাড়া মেঘ কোথায় ওড়ে যায় বিষাদের তোড়ে।
এমন অবেলায় মেঘমালা ওড়ে যায় কোন বরষায়।
আমার অনুভূতিদের মন খারাপ হয়।
আকস্মিক ঘটনায় নাগরিকের নিরাশ চোখ
যে চোখ লাইটপোস্টের মতো, শরীরে নিঝুম অন্ধকার।
মুখে ঝলমলে আশাহত চন্দ্রালোক।
অনুভূতিদের মন খারাপ হয়
আমি মুক, বধির হয়ে চেয়ে থাকি কেবল-
আমার কেন অনুভূতিদের মন খারাপ হয়
একলা একা ডালে বসা ভাবাতুর বিহঙ্গের উদাস শূণ্য দৃষ্টি দেখে।।
২ Comments
চমৎকার!
Kub sundor