Share Facebook Twitter LinkedIn Pinterest Email ৬৬ বার পড়া হয়েছেঅনুভবে তুমি ইফ্ফাত জাহান চৌধুরী শরতের নীল আকাশের নিচে রাখব তোমায় আমার বুকে তুমি আমার কাশবনের- বিকেলের হাওয়া হয়ে হৃদয়ের মাঝে হাজারো ঢেউ তোলা সুপ্ত ভালোবাসা। যা অনুভবে অনুভূতিতে সিক্ত হয়ে মিশে আছে আমার জীবনে।