অধরা অবিনাশী প্রেম।
সুরমা খন্দকার।
নির্জন, শব্দহীন আমার সময়।
তুমি রও বুকের গহীন জুড়ে
নীরবে কাঁদে শূন্য চোখের কোন
তোমায় ভেবে বেড়ে চলে হৃদস্পন্দন।
জীবনের কতো প্রহর কেটে গেছে
ভীষণ অসম্ভবে বিষন্ন মনে
শূন্যতায় ঘিরে থাকা
মৃত্যুর মতো সত্য প্রেমকে
ফেরাতে পারিনি কেন গোপনে?
অনাহারী ক্ষুধার্ত হৃদয়ের আহাজারি
আমায় আজন্মকালের মায়ায় আচ্ছন্ন করে,
পৃথিবীর শেষ দিন পর্যন্ত আমি বেঁচে রই।
প্রণয় প্রগাঢ় রাগ অভিমানে।
ভালোবাসা পোড়ায় অত্যাচারে।
জীবনের কোন এক বিস্ময়ের রাতে
আমার বুকের প্রেমের মত-
চমকের কথা সব ভুলে,
জোছনার দখিনা বাতাসে কেন ডেকে ছিলে?
তারপর দেখা হয়
হয়ে যায় অধরা অবিনাশী প্রেম!
যে প্রেমে মরেছে যুবা যুবতীর দল
পথে প্রান্তরে পৃথিবীর পথে পথে,
চৈত্রাগুনে পুড়েছে কতো চোখের মনি
আগুন চোখে চেয়ে থেকে
অশেষ অপেক্ষার দিকে।।
৩ Comments
অপুর্ব।
good, congratulations
Nice kobita