আজকে ইটালি প্রবাসী কবি মোঃ সাজ্জাদ হোসেন জামাল-এর জন্ম দিন। প্রতিবিম্ব প্রকাশ পরিবারের পক্ষ থেকে নিরন্তর শুভ কামনা।
এক নজরে কবি পরিচিতি:
কবি মোঃ সাজ্জাদ হোসেন জামাল, পিতা মৃত ফিরোজ আহমেদ ভুঁইয়া, গ্রাম: ছতুরাশরীফ, উপজেলা : আখাউড়া, জেলা: ব্রাহ্মণবাড়িয়া। তিনি ৩ ডিসেম্বর ১৯৬৮ ইংরেজিতে নোয়াজিস ভুঁইয়া মুসলিম সম্ভান্ত্র পরিবারে জন্মগ্রহণ করেন। তারা দুই ভাই একবোন।উনার ৩ ছেলে এক মেয়ে। বড়ছেলে ডাঃ নাইমুর হাসান, বঙ্গবন্ধু শেখ মজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় থেকে শিশু বিশেষজ্ঞ এস কোর্স করছেন ০৫ বছর মেয়াদী। দ্বিতীয় ছেলে নাহিদ হাসান ইটালী প্রবাসী কার্তা সৌজর্ণধারী। ছোট্ট ছেলে নাজমুল হোসাইন রিমন মিলান ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে সিভিল ইন্জিনিয়ারিং সাবজেক্টে পড়ছেন।একমাত্র মেয়ে সাবা হোসাইন ০৭ শ্রেণিতে আরবী- বাংলা পড়ছেন।তাঁর এ পর্যন্ত ৮ টি একক কবিতার বই এবং ৩৬ টি যৌথ বই প্রকাশিত হয়েছে। উল্লেখযোগ্য একক কবিতার বই পরশ পাথর চাই, তিতাস পাড়ের মানুষ, সুখের পরশ।
আমরা তাঁর দীর্ঘজীবন কামনা করি।

