অনন্ত মিথিলার নিরন্তর অপেক্ষা
জেবুন্নেছা সুইটি
আঃহাঃ জীবনটা যদি নিশিত রাতে বোম্বে চানাচুর, বৃষ্টি ভেজা কল্পনার মতো হতো!
ভালোবাসা পেলবিত
“মেহেদি পাতার রঙের আত্মকাহিনী বড় বেশি কষ্টে…
প্রেমে-বিরহে অনন্ত মিথিলার জন্য অপেক্ষায়
দিন গুণতে গুণতে শেষে, মিথিলাকে কাছে পেলো।
ওহে, আমি সেই “অনন্তর মিথিলা হতে চাই।
এসো, এসো ওগো অন্তত।
ভোরের ট্রেণে চড়ে চলে এসো…
আমি ভেজা মেঘের রাজ্য হতে নেমে তোমার আলিঙ্গনের অপেক্ষায় দাঁড়িয়ে আছি।
চৌচালা নিকতনের সেই টিনের ঘরে অঞ্জলি দিবো,
হাসনুহেনার সুভাস নিয়ে
চৌকাঠের দখিনা দুয়ারে…!
এসো অন্তত এসো হে….!
নিশিত রাতে টিনের ঘরে বৃষ্টির ছন্দে ঘুম কেড়ে নিলো আমার
তোমাকে নিয়ে তোমার স্মৃতি জড়িয়ে…!
একমুঠো বোম্বে চানাচুরও খেলাম।
মাঝে মাঝে এমন বৃষ্টিভেজা রাতে চানাচুর!
না হয় কাজু বাদাম চিবাই!
একাকী! ভালোই লাগে!
তুমি খাবে চানাচুর? অন্তত ? এসো!
জড়িয়ে ধরবো তোমার! নির্ভয়ে এসো!
পায়ে পায়ে ধীরলয়ে মন রাঙ্গিয়ে…
সাবধান অন্তত ! দরজায় কলিং বেল
বাজিয়োনা কিন্তু!
জোনাকিরা জেগে যাবে তো!
এসো তো অনন্ত !…প্রহর গুনছি!
সেই আমি,
বন-বিথীকায় হারিয়ে যাওয়া তোমারই সেই, মিথিলা।
১ Comment
Congratulations