হৃদয় মন যদি হয় সহজ সরল
[ মোঃ মাহবুবুল আলম মহববত ]
হৃদয় মন যদি হয় সহজ সরল
সংসার জীবনে,
সুখের অভাব নাহি হয় খুদ্র পাওয়ার মাঝেও এ ভুবনে।
ভালোবাসে যে ছোট কি বড় নাহি করি ভেদাভেদ,
সেইতো প্রেমিক সেই তো বড় ভাগ্যবান স্রষ্টার আবেদ।
সে তো নিরঅহংকার এক মানব এ জগৎ সংসারে,
সবাই বাসে ভালো অন্তরের নিগুড় মমতা দিয়ে তারে।
তবে এ যে বড় কঠিন কর্ম হওয়া নিরঅহংকারী,
সম্ভব তবুও যদি হয় মন নিঃস্বার্থ পরোপকারী।
যদি থাকে স্বার্থের বিনিময়ে স্বার্থ পাওয়ার আশা,
সেখানে থাকেনা কখনও প্রকৃত পরম ভালোবাসা।
দুদিনের এ ভৃবন মাঝে সকাল দুপুর সাঝে,
সহসা হৃদয় মাঝে কোন প্রেমের সানাই বাজে।
সেতো তাঁরই সানাই বাজছে দিবারাতি নিরবধি নিরবে,
বুঝিতে পার মন যদি প্রাধান্য আন হৃদয় বিবেকে তবে।।
২ Comments
congratulations
প্রতিবিম্ব প্রকাশকে অনেক অনেক ধন্যবাদ। এবং অনেক অনেক শুভেচ্ছা জানাই আমার লেখা কবিতাটি প্রকাশ করার জন্য। দোয়া করি সুন্দর স্বাবলীন সমসাময়িক মানুষকে সুপথে চলা এবং সুন্দর মন সৃষ্টির উৎসাহে আপনার পত্রিকাটি ছড়িয়ে পড়ুক বিশ্বের মানুষের কাছে।