৮৩৬ বার পড়া হয়েছে
হৃদয় আত্মা
আরমান দেওয়ানজী
মন আত্মা
তোমাকে দেখি না,
একবার তোমাকে দেখতে চাই,
হৃদয়ের কত কাছে তোমার ঠাঁই,
তোমাকে দেখতে পাবো এই নিশ্চয়তা পেলে,
আকাশের নীল নিলান্তরে চোখ মেলে,
রবীন্দ্রনাথ নজরুলের মত লিখব কবিতা!
কাজী জহিরুল ইসলামের
কবিতার আত্মাকে কাছে টেনে!
মন আত্মা,
তোমার জন্য
বিদ্যাসাগরের নদী পাড়ি দিয়ে,
বর্তমানকে ইতিহাসে নিয়ে,
তোমার কাছাকাছি বসব ভরসা ফেলে!
অনায়াসে লিখব কত কবিতা
আকাশের পরতে পরতে উড়ে
সৃষ্টিকর্তার সাথে কথা বলে
আবার আসব ফিরে!
তোমার পবিত্রতায়
মন আত্মা।