১৬৩ বার পড়া হয়েছে
স্বপ্ন দেখা ক্ষণ
( রবীন পাণ্ডে )
কিছু কিছু ভুল জীবনের
কিছু মর্মন্তুদ জ্বালা ব্যথিত ক্ষণের
কিছু আঘাতের দহন গভীরে
তবু বেঁচে থাকা,
তবু আবার স্বপ্ন দেখা দুচোখ জুড়ে।
স্বপ্নের মায়াজাল আবারো ছবি আঁকে জীবনের
মর্মের গভীরে আবারো তুলে তান,
বেপরোয়া চোখ রাঙানো মরণের পরেও
আবার এ যেন কোন সূর্যস্নান।
এই স্বপ্নের গভীরে পাই তোমাকেই
সেই তুমি আজ এই তুমি নও,
আমার সব পরাজয়ে নিমেষেই
যে তুমি আজ ও স্বপ্নাবতী হও।
স্বপ্নাবতী ময়নামতী গহীন গাঙের পার
ময়নামতীর সেই সে দেশে গজমতির হার,
স্বপ্নগুলো সাজিয়ে নিয়ে স্বপ্নাবতীর দেশ
স্বপ্নাবতীর স্বপ্ন চোখে চাওয়া কেবল নির্নিমেষ।