স্বপ্নের ধূসর যাত্রা
সুরাইয়া আলমগীর
স্বপ্নে স্বপ্নে যাত্রা শুরু করেছি আমি –
গন্তব্য জানা নেই -অজানায় চলেছি পথ
কতদূর আর কতদূর আমার চলার এ পথ
শুধু জানি যেতে হবে- এপথ নিষকন্ঠক নয়।
কাঁটা বিছানো দুর্গম পথে অভিষ্ট লক্ষ্যে
আমি প্রতিদিন নিরন্তর সংগ্রাম করি পৌঁছাতে।
সমুদ্রের নাবিকের মতো। হঠাৎ উঠেছে ঝড়
জীবন নৌকায় হারিয়েছি পথ মাঝ সমুদ্রে।
পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ কোথায় যে দিক জানিনা
নির্দিষ্ট পথে যেতে আর ও কতদূর?
আমার জীবন নৌকার দিক নির্দেশক কম্পাস
গেছে বিকল হয়ে।
ছিঁড়েছে পাল দ্বিকবিদিক জানা নেই তো মোর।
আর কতোকাল ভাসবো আমি অথৈ সমুদ্রে-
কে করিবে উদ্ধার প্রত্যাশায়
যদি একটুকরো সবুজ দারুচিনি দ্বীপের সন্ধান পাই।
আমার অসমাপ্ত কাজ করিতে সমাপ্তি
যেতে হবে যে আর ও অনেক দূর।
করিব সংগ্রাম আরও কিছুদিন লক্ষ্যে পৌঁছাতে
স্বপ্নের এ ধূসর যাত্রায়।
(এ কবিতাটি লিখতে যেয়ে আমি নিজেই আবেগ আপ্লুত হয়েগেছি
দু’চোখ বেয়ে নেমেছে শুধুই অশ্রুজল)
২ Comments
অসাধারণ।
আরও লিখুন
জীবন বাস্তবতার
অভিজ্ঞতার কথকতা।
দারুন বহিঃপ্রকাশ