দেশটা গরিব, খেলছে জরিপ
সালেম সুলেরী
কোথায় ঘোড়া কোথায় টাঙা, গরুর গাড়ি ডাকো,
জ্বালানি তেল আকাশছৌঁয়া, দাম হেঁকেছে, হাঁকো।
মোটর ছেড়ে সাইকেলে ভর–
কমছে যাওয়া আসা,
‘পদ্মা সেতু’র যাত্রী কমায় হতাশ কি প্রত্যাশা?
রসুইঘরে রান্না কাবু, তেলের বোতল খালি,
তরকারিতে স্বাদ বাড়ে না, রাঁধুনি খায় গালি।
তেলের ওপর ভাসছিলো দেশ- ‘খেল-‘এর ওপর ভাসছে,
ভয় লাগে ভাই– শ্রীলঙ্কা ক্যান দেশটা দেখে হাসছে!
দেশের পুঁজি হতাশাতে, রপ্তানি ব্যয় ঢের,
বিপ্লবী-বাঘ বাংলাদেশের ভয় কি জখমের?
ভিন-মিডিয়ায় নতুন জরিপ, কি তার ফলাফল,
সব নাগরিক ঐক্যে বাড়াও– দেশ-দেহটির বল।
গরিব দেশের ওপর জরিপ, চলছে টানাটানি,
বাংলাদেশের মানুষ জানে টানতে নিজের ঘানি।
স্বরবৃত্ত # নিউইয়র্ক, আগস্ট ২০২২
১ Comment
Indeed