১৩৩ বার পড়া হয়েছে
সাধ ও সাধ্য
আরিয়ান সিদ্দিক
কোথা গেল শৈশব কানামাছি খেলা,
সংসারে ঘানি টেনে কেটে যায় বেলা।
হাত-পা’ আছে ঠিক ছিলো যা আগে,
আজ শুধু স্মৃতি জুড়ে বেদনাই জাগে।
নীলাকাশে আছে ওই রঙধনু মেকি,
পিঠাপুলি উৎসব সে কী আর দেখি !
কাকভোর থাকে যেন হতাশায় মোড়া,
যন্ত্রদানব আজ গোদে বিষফোড়া।
বিল আছে দশদার আলো জ্বলে রাতে,
আছে জল টলমল মাছ নেই তাতে।
কতকিছু ভাবি রোজ বয়ে যায় দিন,
দিনে দিনে ফোলে ফাঁপে পৈতৃক ঋণ।
আইনের ধারা আছে প্রয়োগের বাকি
নিঃস্বের কাছে সব হয়ে যায় ফাঁকি।
সাধ আছে সাধিবার সাধ্য যে নাই,
গরিবের মন আছে মান শুধু নাই।
———————————————–
29/12/22
সুসঙ্গ দুর্গাপুর, নেত্রকোনা ।