সময়ের সাথে দূরত্ব
এম জে মেহেদী হাসান
সময় যত দূরত্ব বাড়ছে প্রিয় মানুষ গুলোর কাছ থেকে নিজের দূরত্ব তত বাড়ছে। বাড়ছে বাবা, মা বলে ডাক দেওয়া দূরত্ব। একটা সময় খুব কাছে ছিলাম তাদের যখন ইচ্ছে তখন কাছে এসে জিজ্ঞেস করতাম আম্মু কি কর । বাবার হাত ধরে দোকানে গিয়ে বলতাম আব্বু এটা কিননে দেও৷ এখন এই কথা গুলো বলার সুযোগ একেবারে নাই৷
যেমন ধরেন একটা গাছে যখন একটা ফুল ফুটে প্রথমে কলি অবস্থা থাকে। কলির উপর দিয়ে সবুজ একটা” পদার্থ “দিয়ে আবৃত্তি থাকে কারণ গাছটা চায় তার ডালের ফুল টা যাতে নষ্ট না হয়। এবং বিভিন্ন পোকামাকড় যাতে তার ডালের ফুল টা নষ্ট না করে বা ঝড় আসলে যাতে ঝরে না যায়। ধীরে ধীরে যখন ফুলটা ফুটে থাকে ফুল টার উপর থেকে সবুজ “পদার্থ” যেটা বিপদ নামক চাদর সেটা সরতে থাকে। যখন ফুলটা ফুটে তার সৌন্দর্য দেখতে সবাই আসে। ফুলটাও বাতাসে সাথে আনেন্দ দুলে। তার রূপ ও সৌন্দর্য দেখতে ভোমর আসে। আসে প্রজাপতি। সাথে তার থেকে সংগ্রহ করে মধু। সময়ে সাথে সাথে ফুলে সৌন্দর্য কমতে থাকে এবং তার কাছে এসে সৌন্দর্য উপবুক করার লোক ও কমতে থাকে। গাছ টা ও ঐ ফুলটার দিকে তেমন একটা গুরুত্ব দেয় না বলে চলে। গাছ টা এখন অন্য ফুল গুলো কে নিয়ে ব্যস্ত। একটা সময় ঝড় আসে তখন ফুলটি চাই এই ঝড়ে সাথে মোকাবেলা করে টিকে থাকতে..!
অন্য দিকে একটা শিশু যখন পৃথিবীতে জন্ম নেয় ঠিক ফুলের মতোই বাবা, মা শিশু টি কে নানা ভাবে আগলে রাখে। সবর্দা শিশু টি পাশে পাশে থাকে ঠিক যেমন ফুলে উপর যে সবুজ “পদার্থ ” ফুল টা আঁকড়ে ধরে রাখে। যাতে শিশু টিকে কোনো রোগ বা বিপদ আসে না ছোঁয়। শিশু টি যখন কান্না করে বাবা মা তখন শিশু টি ব্যথায় ব্যথিত হয়। সময় সাথে সাথে যখন শিশু টি বড় হতে থাকে তার সৌন্দর্য প্রকাশ পেতে থাকে। ঠিক যেমন ফুলে কলি থেকে ফুল হয়ে রূপ ধারণ করে তেমন। একটা সময় দেখা যায় শিশু টিকে তার প্রিয় জন গুলো দেখতে আসে কাছে টানে নানান আদর ভালোবাসা মধ্যে দিয়ে বড় হতে থাকে শিশুটি । ঠিক যেমন ফুল যখন ফুটে ভোমর, মৌমাছি, প্রজাপতি, এসে ফুলটির সাথে এসে মিশে তেমন। তাদের ভালোবাসা পেয়ে শিশু টি অনেক খুশিতে আত্মহারা । বাতাসে যেমন ফুলটি ঢুলে তেমন। সময় শেষে যখন শিশু থেকে যুবকে পরিনিত হয়। তখন শিশু টি কাছে আর আগের মত প্রিয় জন গুলো কাছে আসে না । দেখতে আসে তার সে রূপ। ঠিক যেমন ভোমর, মৌমাছি, প্রজাপতি ফুল টি কাছে আসে না তেমন। কারণ তারা এখন অন্য ফুলে মধু সংগ্রহ করতে ব্যস্ত। অন্য দিকে শিশুটির মা,বাবা অন্য শিশু কে নিয়ে ব্যস্ত। গাছটি যেমন অন্য ফুল ফোঁটাতে ব্যস্ত থাকে সে রকম….! তখন শিশুটি বুঝতে শিখে পৃথিবীতে বাস্তবতা কতটা কঠিন। ঠিক যেমন ঝড়ে সাথে ফুলটি মোকাবেলা করে তেমন…!
বিঃদ্রঃ পৃথিবীতে প্রতি মানুষ ফুলের মতোই জন্ম নেয়। একটা সময় প্রিয় মানুষ গুলো সে মানুষ টাকে এমন ভাবে কাছে টানে। ঠিক যেমন ভোমর ফুলটির কাছে গিয়ে মধু সংগ্রহ করে তেমন। সময়ে শেষ সে মানুষ টাকে এত দূরত্বে ঠেলে দেয়। ফুলের সৌন্দর্য কমে গেছে ভোমর আর ফুলের দূরত্ব থাকে যেমন ঠিক তেমন। অবশেষে সে মানুষ টা বুঝতে পারে পৃথিবীতে কেউ প্রিয় জন নাই। সব হচ্ছে প্রয়োজন…!