১৪৩ বার পড়া হয়েছে
সংজনন
খায়রুল ইসলাম মামুন
হাওয়ায় ভেজা খাওয়ায় ভেজাল
ভেজাল আজি সবখানে।
শিক্ষায় ভেজাল দীক্ষায় ভেজাল
ভেজাল জ্ঞান-বিজ্ঞানে।
গানে ভেজাল সুরে ভেজাল
ভেজাল নাচের তালে।
গদ্যে ভেজাল পদ্যে ভেজাল
ভেজাল ফর্সা গালে।
কথায় ভেজাল বার্তায় ভেজাল
ভেজাল লেনা-দেনায়।
ধর্মে ভেজাল কর্মে ভেজাল
ভেজাল বেচা-কেনায়।
আবহে ভেজাল ওকতে ভেজাল
ভেজাল মাঘ- পৌষে।
বীর্যে ভেজাল ডিম্বে ভেজাল
ভেজাল ভ্রুণকোষে।
এলো যেদিন নয়তো ভালো
আসবে ভালো কী করে?
বাহির খারাপ ভিতর খারাপ
আসল খারাপ ঔরসে।