২৯৩ বার পড়া হয়েছে
কনকনে শীত
শাওন খন্দকার
চারদিকে কনকনে শীত
সাথে ধোঁয়া উড়া-
এক কাপ চা,
কুয়াশায় ঢাকা সবদিক
সাথে হিমালয় থেকে আসা
হিম শীতল-
উত্তরের হাওয়া।
দিন আসে আর যায়
রোদ লুকোচুরি খেলে,
রাত শেষ না হয়-
দিন চলে গেলে।
হলুদ সরিষার ফুল,
খেজুরের রস-
অতিথি পাখির ঝাক,
এখন সবই অতীত
শহুরে জীবন-
সানশেডে কাক।
শাওন খন্দকার
(শাহবাজপুর, কামারখন্দ,
সিরাজগঞ্জ)