১,১২৮ বার পড়া হয়েছে
আজ খ্যাতিমান কবি, গবেষক, লোকজ ছড়ার সেনাপতি আহমেদ জসিম Ahmed Jasim এর জন্মদিন।
শুভ জন্মদিন ? প্রতিটি মূহুর্তে ভালো থাকুন প্রিয়জন।
তাঁর সাম্প্রতিক একটি ছড়া
“”””””””””””””””””””””””””””””””””
রেলগাড়ি দমদম,
খেতে হয় কম কম।
অতিভোজে ক্ষতি হয়,
বাজে পরিণতি হয়।
____
সানাই বাজে জোড়া জোড়া
খাচ্ছে কানাই বেগুন পোড়া।
কীরে কানাই বেগুন কই?
খোকন খাবে ভ্যাটের খই।
____
আকাশ শোভা গগনফুল
ফুলের শোভা। নেইকো তুল।
পাড়ায় শোভা মেঘের ঘাসে
ফুল ফুটেছে আষাঢ় মাসে।
এই রকম হাজারো ছড়ার রচয়িতা, কবির জন্ম ২৫ আগস্ট ১৯৫৬ খ্রীস্টাব্দ, চট্টগ্রামের মীরসরাই উপজেলায়।