৩০৬ বার পড়া হয়েছে
রচনাটা উল্টো।
।। সুরমা খন্দকার ।।
উপসংহারে ছিল তোমার সব করিতকর্ম।
হঠাৎ সেদিন উঠলো ফুটে দেয়াল জুড়ে তোমার চিত্রকর্ম।
যেমন চিনতাম তেমন নয়, বাতলে দিলে উল্টো পথ।
আমি ভাবতাম–
কেমন কণ্টকাকীর্ণ তোমার রাস্তা
সংস্কারহীন বিশাল মরুপথ।
তুমি পাড়ি দাও একাকী।
ভাবতাম– এ বিরূপ বিশ্বটিতে
আমি কতখানি অযোগ্য অধিবাসী।
তুমি দিলে তাই কিভাবে এড়াই এ ভালবাসার ফাঁসি?
অতঃপর
সুচনাটাই কেন এত রঙিন খেপামি করলে ভাবিয়েছিল অনেক বেশি!!