১৪৬ বার পড়া হয়েছে
রক্তিম হাসি
সালমা আক্তার
শূন্যতার মত এতো নিকটে কেউ কি যেতে পারে?
শত ব্যস্ততার, শত কোলাহলেও একলা করে নিয়ে নিতে পারে শূন্যতা,
প্রেম যখন উত্তাল বিরহের ঝড় তোলে,
তখনই শূন্যতার দু হাত জড়িয়ে রাখে,
ভেতর বাহিরমূল,
মূখ হাসে, চোখে হাসে না,
চোখের হাসির সাথে চমকের লেনা-দেনা,
শূন্যতা কাছে আসতেই চমক বিদায় নেয়,
রাত্রির সূর্য দেখার ইচ্ছের মত বিফল প্রচেষ্টা,
রাত্রি আসতেই সূর্যটা রক্তিম হাসিতে বিদায় নেয়!
আমার সূর্য দেখার ইচ্ছেটাও অভিমানে দৃষ্টির বৃষ্টিতে ভিজে,
বেঁধে রাখে মমতায় কিযে!
১ Comment
অসাধারণ লেখা