২২৩ বার পড়া হয়েছে
যাপিত জীবন
জেসমিন খান সোপা (লাবণ্য)
সময়ের প্রতিটি মুহুর্ত খুব আপন!
কারো কাছে বাহুল্যতা,
কারো কাছে নিদারুণ সময় ক্ষেপণ!
মানুষ মর্মাহত হয়
কষ্টে অসন্তুষ্ট হয়
পরিচয়ে কখনো ক্ষতবিক্ষত
কখনো আবার আপ্লুত প্লাবিত!
নিভৃতে-নীরব
একাকিত্বে-বৈরাগ্য
নৈকট্যে-নাটকীয় বিভাজন
তবুও মায়াময় এ বিন্যাস,
আয়োজনে সবটাই থেকেযায়
যাপিত জীবনের গভীরতায়…!