ভ্রম
মোহাম্মদ আবদুল কাইয়ুম
নিষিদ্ধ গন্ধম খেয়ে সেই ভ্রমে পেয়ে আজন্ম বিপথগামী
আজও পথ খুঁজে ফেরা তার লাগি বিবাগী মন অকারণ বিভৎস সুনামী।
অবক্ষয়ের চোরাগলি এই বেলা খেলছে নিদারুণ এক খেলা,
অপশক্তির কুটচালে সুখের মোহজালে আশা নিরাশার দোলাচালে ভাঙ্গছে মিলন মেলা,
ধ্রুপদী স্বপ্নগুলো মৃত্যুর বুক চুমে পরবাসী বেধুম বাসনা
শাপের তাপে কষ্টের তাড়না বিরহ সহবাসে মন জুড়ে যাতনা,
নষ্টকীট খুঁজে ফেরে নীড় চনমনে হাওলাতি স্বর্গের শ্যাওলাপরা জমিনে।
জীবনের কার্নিশে আটকে গেছে হৃদয় গহীনের যত অভিলাষ,
ভাঙ্গন নদীর তীরে জলহস্তীদের ভীড়ে জনমদুঃখীর বসবাস,
খোয়া গেছে পোয়াতি চাঁদের মায়াবী বিভাবরীর প্রণয় বিলাস!
সূর্যদীঘল বাড়ীতে বিদায় আরতী একচিলতে ফেরারী বসন্তের,
যাদুর শরাব পিয়ে আজও অলিরা যায় গেয়ে খুঁজে দিশা অনন্তের!
আস্কারা পেয়ে পাণ্ডুর ভালে এঁকে যায় পদচিহ্ন কোন খেয়ালে নিটোল প্রেমের।
হৃদয়ের ধুলোমাখা আ’ল ধরে ক্ষণে হেঁটে যায় পথিক কোন সুদূরে অানমনে,
নখের থাবারসনে আঁচড় কাটে হৃদ মানচিত্রের মধ্যখানে
জবর দখল মনোবাতায়নে নুতন জাগা চরে চিত্তের শ্রুভ্র কাশবনে,
আশার চোরাবালিতে স্মৃতির গগনে ফেলে আসা দিনের ভুল গুনে।
২০.০৮.২০২১খ্রীঃ
খাসনগর, ব্রাহ্মণবাড়িয়া,বাংলাদেশ।
২ Comments
very good job; congratulations.
আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি