১৬৩ বার পড়া হয়েছে
মা গো তুমি কত দূরে
ডা: সুরাইয়া হেলেন
অনন্তকাল শুধু হাহাকার হায়
মাগো তুমি কোথায়,কোথায়?
মাগো তুমি কত দূরে, কত দূরে,
কখন আসবে মাগো আবার ফিরে?
অনন্তকাল ঘুরে ঘুরে
বারে বারে আসবে কি ফিরে
বহু অন্ধকার পায়ে ঠেলে
তোমার ফেলে যাওয়া এই স্বপ্ননীড়ে?
আদি-অন্ত এই স্বর্গসম পৃথিবীর তীরে
জড়াতে আবার আমায় স্নেহমায়া ডোরে
মাগো তুমি কোথায়,কোথায়
কত দূরে, কত দূরে, কত দূরে?
—————————————–
(মা দিবসে সকল মায়ের প্রতি বিনম্র শ্রদ্ধা ও গভীর ভালোবাসা।রাব্বির হাম হুমা কামা রাব্বা ইয়ানি সাগীরা।)