২৪৮ বার পড়া হয়েছে
মাটির দেহ
(রবিউল ইসলাম)
মাটির দেহ হবে মাটি
অহংকার যে করি মিছে।
অকারণে ঘুরি শুধু
মিছে দুনিয়ারী পিছে।
থাকুক যতো জমিদারী
পুত্র কন্যা ঘরের নারী।
ডাক আসিলে যেতে হবে
এই না মায়ার বাধন ছাড়ি।
ভেবে দেখো একটু খানি,
জীবন কচুপাতার পানি,
একটু খানি দোলা লাগলে
ঝরে যাবে জীবন খানি।
হয়তো দেহ মাটি হবে,
নয়তো পুড়ে হবে ভস্ম।
একাই যেতে হবে তোমায়
সবই ছেড়ে একা নিঃস্ব।
গর্ব করে নেই যে লাভ,
নিয়ে যে এই মাটির দেহ,
দুনিয়াবী সবি যেন,
ছলচাতুরী মিছে মোহ।