২০৯ বার পড়া হয়েছে
মন যেতে চাই মরুর দেশে
রোকসানা সিদ্দিক
বুকের ভেতর জগদ্দল পাথর হয়ে
বসে আছে একরাশ বিষাদ-বেদনা!
ওদেরকে ছুটি দিতে চেয়েছি গেলো মৌসুমেই।
ওরা ছুটি নিতে আসেনি।
তাইতো বুকের ভেতরে এখনও চলছে-
ভালো থাকার সাজানো মঞ্চনাটক।
উনুনে চাপিয়েছি সুগন্ধি ফুলের আতর,
অথচ হৃদপিণ্ড জুড়ে ছড়াতে চায় বিষাদের ঘ্রাণ!
আমি উৎসুক দৃষ্টিতে দেখছি ভেতরের আদিমতা।
কিন্তু, সব ফেলে এখন আমার মন ছুটতে চাইছে-
ঝকঝক ট্রেনের গতিতে শুদ্ধ মরুর দেশে।
০৪.০৯.২২ ইং
২ Comments
congratulations
সুন্দর।ভাল লাগলো “মন যেতে চাই মরুর দেশে “কবিতাটি। চলুক।