“মনের যন্ত্রণা”
রাবেয়া আহমেদ চামেলী
একাকীত্ব হচ্ছে জীবনের চলমান নির্জনতা।
যারা এই কষ্টের মধ্যে নিজেেকে অতি বাহিত করছে।
তারাই শুধু মনের গহিনে অশ্রু ঝড়াচ্ছে
নিঃসঙ্গতা মনকে ব্যথার সাগরে ঘুরাচ্ছে।
বলে দাও আমরা কোথায় গেলে শান্তি পাবো
তুমি আমি সবাই একই অনুভবের সাক্ষী
যন্ত্রনা, কষ্ট, সহিষ্ণুতা সবই যেন আমাদের অনুভবে পথের যাত্রী।
এই ভাবনায় কেউ নেই সাথী
তাই তো জীবনের আলো নিভে যাচ্ছে।
মনের গহিনে এক কষ্টের ঝড় বইছে।
সব সময় কিভাবে মনটায় বাঁধনে রাখছে।
ছিন্ন বিনা কি আজ ও বেজে উঠছে।
অনেকের জীবনের যবনিকাপাত হওয়ার
আগেই মন থেকে দূরে হারিয়ে যাচ্ছে।
তবুও বলবো মনের নিঃসঙ্গতা,
নীরবতা কাটিয়ে চলমান গতিধারার পথে
এগিয়ে নিতে হবে জীবনের চাকা
শান্তি সুখ দুঃখ মাখা
এক মিলনেই মিলছে।
১ Comment
congratulations